স্পটলাইট আপনার ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। আপনি যখন আমাদের ওয়েবসাইট ব্যবহার করবেন, তখন যেসব তথ্য আমাদের সঙ্গে শেয়ার করবেন, তা কীভাবে সংগ্রহ, ব্যবহার ও সুরক্ষিত হয় — এই নীতিমালায় স্পষ্টভাবে ব্যাখ্যা করা হয়েছে। এই নীতির কোনো অংশে আপনি দ্বিমত পোষণ করলে, আমরা বিনয়ের সঙ্গে অনুরোধ করব যে আপনি আমাদের ওয়েবসাইট ব্রাউজ করা থেকে বিরত থাকুন।
আইনগত প্রয়োজন বা পরিচালনাগত পরিবর্তনের কারণে মরা মাঝে মাঝে এই নীতি হালনাগাদ করতে পারি। যেকোনো পরিবর্তন সময় সময় জানিয়ে দেয়া হবে এবং ওয়েবসাইট ব্যবহারের মাধ্যমে আপনি এসব পরিবর্তন মেনে নিয়েছেন বলে বিবেচিত হবে। তাই সময় সময় এই পৃষ্ঠাটি পরিদর্শন করার পরামর্শ দেয়া হচ্ছে।
এই নীতি তৃতীয় পক্ষের প্ল্যাটফর্মে (যেমন: অ্যাপ স্টোর বা পেমেন্ট গেটওয়ে) প্রযোজ্য নয়।
নির্দিষ্ট ব্যবহারকারীর তথ্য সংগ্রহের বিষয়টি স্পটলাইটের অ্যাপ বা ওয়েবসাইটে পাঠকের প্রবেশের ধরণের ওপর নির্ভর করে। আপনার নাম, ফোন নম্বর বা ইমেইল ঠিকানা আমরা সংগ্রহ করতে পারি আপনারই স্বেচ্ছায় দেয়া তথ্যের মাধ্যমে।
আপনি যদি আমাদের ওয়েব বা অ্যাপে রেজিষ্ট্রেশন করেন, নিউজলেটার সাবস্ক্রাইব করেন কিংবা আমাদের কেনো জরিপ বা প্রতিযোগিতা অংশ নিতে রেজিষ্ট্রেশন করেন।
ওয়েবসাইট বা অ্যাপ পরিচালনা বা এর ব্যবসা ও ব্যবস্থাপনার সঙ্গে জড়িতদের ছাড়া স্পটলাইট কোনো পাঠকের ব্যক্তিগত কোনো তথ্য কারও কাছে বিক্রি অথবা সরবরাহ করে না। তবে কোন ধরনের পাঠক আসছেন, তাদের সংখ্যা কত, সেই সংখ্যা বৃদ্ধি বা পাঠকদের সম্পৃক্ততা আরও বাড়ানোর লক্ষ্যে এসব তথ্য নিয়ে অভ্যন্তরীণ পরিসরে কাজ করতে পারে।
আমরা আপনার ব্যক্তিগত তথ্য কোনো তৃতীয় পক্ষের সঙ্গে শেয়ার করি না।
তবে সরকারের আইন মেনে চলতে গিয়ে পাঠককে শনাক্ত করা যায় এমন ব্যক্তিগত তথ্য উন্মুক্ত করতে হয়, তাহলে স্পটলাইট সেটি করতে পারে। কোনো আইনি প্রক্রিয়া অথবা কোনো ফোরামে নিজের স্বার্থ সংরক্ষণের জন্যও এই তথ্যগুলো দিতে পারে স্পটলাইট।
ব্যবহারকারী/ পাঠকদের কাছে বিভিন্ন পণ্য ও পরিষেবা পৌঁছে দিতে বা এসবের সুপারিশ করার জন্যও তথ্যগুলো প্রকাশ করা যেতে পারে। তবে উল্লিখিত প্রতিটি ক্ষেত্রে এবং অন্য যেকোনো ক্ষেত্রেই ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য প্রকাশের পরিস্থিতি তৈরি হলে স্পটলাইট তা না করার সর্বোচ্চ চেষ্টা করবে। তার পরও এমন তথ্য প্রকাশের প্রয়োজন হলে যতটুকু না হলেই নয়, ঠিক ততটুকুই তথ্য প্রকাশ করবে।
আপনার অভিজ্ঞতা উন্নত করতে আমরা কুকি, ট্র্যাকিং পিক্সেল বা অনুরূপ প্রযুক্তি ব্যবহার করতে পারি। এসব প্রযুক্তি আমাদের বুঝতে সাহায্য করে কোনটি কার্যকর, কোনটি নয় — এবং কিভাবে আপনাকে আরও ভালোভাবে সেবা দেয়া যায়, সেটাও নিশ্চিত করে।
স্পটলাইট ১৩ বছরের কম বয়সীদের জন্য নয়, এবং আমরা ইচ্ছাকৃতভাবে তাদের কাছ থেকে তথ্য সংগ্রহ করি না। যদি আপনি মনে করেন, আমরা ভুল করে এমন কোনো তথ্য পেয়ে থাকি, দয়া করে আমাদের সঙ্গে দ্রুত যোগাযোগ করুন। আমরা দেশের আইনের সঙ্গে পুরোপুরি সঙ্গতিপূর্ণভাবে কাজ করি।
আপনি চাইলে আমাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ আপডেট বা ব্রেকিং নিউজের পুশ নোটিফিকেশন পেতে পারেন। এটি একান্তই আপনার ইচ্ছার ওপর নির্ভর করে এবং আপনি চাইলে যেকোনো সময় ডিভাইসের সেটিংস থেকে এটি বন্ধ করে দিতে পারেন।
যদি এই গোপনীয়তা নীতি নিয়ে আপনার কোনো প্রশ্ন, মতামত বা অভিযোগ থাকে, তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করুন:
ঠিকানা: ১০/২, গাউসিয়া কাশেম সেন্টার, ৯ম তলা, ফকিরাপুল কালভার্ট রোড, মতিঝিল, ঢাকা-১০০০
স্পটলাইটে আমরা সচেতন, প্রাসঙ্গিক এবং সম্মানজনক আলোচনাকে স্বাগত জানাই।
যদি তা বিষয়ভিত্তিক ও শালীন থাকে তাহলে বেশিরভাগ মন্তব্যই প্রকাশিত হবে । তবে কোন মন্তব্য প্রকাশিত হবে, সেই সিদ্ধান্ত সম্পাদনা বিভাগের এখতিয়ারভুক্ত।
মন্তব্যে প্রকাশিত মতামত শুধুমাত্র সংশ্লিষ্ট পাঠকের নিজস্ব, এবং সেগুলো স্পটলাইট-এর সম্পাদকীয় অবস্থান প্রতিফলিত করে না।